1. admin@dailydigantor.com : admin :
কানাডা প্রবাসী খুলনার কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক সিদ্ধার্ত সাহার জন্মদিনে মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্র”র শুভেচ্ছা – দৈনিক দিগন্তর
শনিবার, ০২ মার্চ ২০২৪, ১১:৫৩ অপরাহ্ন
শনিবার, ০২ মার্চ ২০২৪, ১১:৫৩ অপরাহ্ন

কানাডা প্রবাসী খুলনার কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক সিদ্ধার্ত সাহার জন্মদিনে মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্র”র শুভেচ্ছা

দৈনিক দিগন্তর ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪

 

 

ডেস্ক রিপোর্ট।। আজ ১৩ জানুয়ারি কানাডা প্রবাসী খুলনার কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক জনাব সিদ্ধার্ত সাহার শুভ জন্মদিন।আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্র”র পক্ষ থেকে রইলো শুভকামনা,শুভেচ্ছা ও অভিনন্দন।

 

সিদ্ধার্থ সাহা নড়াইলের এক সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্ম হলেও বাবার কর্মসূত্রে শৈশব থেকেই স্বপরিবারে খুলনা বসবাস শুরু করেন।তিনি খুলনা জিলা স্কুল থেকে এস এস সি, সরকারি সুন্দরবন আদর্শ কলেজ থেকে এইচ এস সি, এবং সরকারি আজম খান কর্মাস কলেজ থেকে ব্যবস্হাপনা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর কৃত্বিতের সাথে সম্পন্ন করেন। এছাড়াও তিনি পরবর্তীতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এম,বি,এ ডিগ্রি গ্রহণ করেন।আরো উচ্চশিক্ষা গ্রহণের জন্য তিনি পরবর্তীতে কানাডা গমণ করেন। এক্সেস বিজনেস কলেজ, টরেন্টো থেকে একাউন্টিং এ্যান্ড পে-রোল বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। এছাড়া সেনেকা কলেজ, টরেন্টো থেকে তিনি একাউন্টিং সফটওয়্যার কোর্স শেষ করেন। ইমিগ্রান্ট কনসালটেন্ট বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি সম্পন্ন করেন টরেন্টোর হারজিং কলেজ থেকে। তিনি ন্যাশনাল পে-রোল ইন্সটিটিউট অব কানাডা এর একজন পেশাদার পে-রোল কমপ্ল্যায়ান্স হিসেবে নিবন্ধিত।

 

কর্মজীবনের শুরুতে তিনি সেফ দ্যা চিলড্রেন ইউ,এস,এ এবং ওয়াটার এইড ইউকে তে খুলনায় কর্মরত ছিলেন। তিনি বর্তমানে কানাডার একটি অন্যতম বৃহৎ ব্যাংক “স্কটিয়া ব্যাংক” এ বৈশ্বিক মানবসম্পদ পরিচালনা এবং ডিজিটালাইজেশন বিভাগে পে-রোল এনালিস্ট হিসাবে কর্মরত আছেন। এছাড়া তিনি টরেন্টোর একটি বেসরকারি কলেজে খন্ডকালীন শিক্ষক হিসাবেও পাঠদান করেন। এছাড়া তিনি এশিয়া ইমিগ্রেশন এ্যান্ড এডুকেশন সার্ভিসেস ইনঃ এর সিইও।তিনি বিভিন্ন ধরনের সামাজিক সংগঠনের সাথেও জড়িত আছেন। কানাডায় বেড়ে ওঠা নতুন বাংলাদেশী শিশুরা যেন নিজেদের ভাষা এবং ঐতিহ্য ভুলে না যায় এজন্য তিনি “টরেন্টো বাংলা স্কুল” প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি টরেন্টো বাংলা স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন। এছাড়াও তিনি আন্তর্জাতিক দাতব্য সংস্থা “এইচ,এস,ডি,এন ইন্টারন্যাশনাল ” এর প্রতিষ্ঠাতা পরিচালক। কানাডায় বাংলাদেশী কমিউনিটিকে শক্তিশালী করার জন্য নিরলস কাজ করে যাচ্ছেন।আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্রের পক্ষ থেকে এই সারল্য মানুষটির প্রতি রইলো শুভকামনা শুভেচ্ছা ও অভিনন্দন।আমরা তার উত্তর উত্তর সফলতা ও দীর্ঘায়ু কামনা করছি।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা