1. admin@dailydigantor.com : admin :
এবার ২৮ অক্টোবর শাপলা চত্বরে মহাসমাবেশের ঘোষণা জামায়াতের – দৈনিক দিগন্তর
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৪:৪২ অপরাহ্ন
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৪:৪২ অপরাহ্ন

এবার ২৮ অক্টোবর শাপলা চত্বরে মহাসমাবেশের ঘোষণা জামায়াতের

দৈনিক দিগন্তর ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩

 

স্টাফ রিপোর্টার।।বিএনপির মহাসমাবেশের একই দিন আগামী ২৮ অক্টোবর রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। সোমবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক সভায় এই কর্মসূচির ঘোষণা করা হয়। জামায়াতের ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্তের পর বিকালে ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) আবেদনও করেছে দলটি।

২৮ অক্টোবর বিএনপি ও আওয়ামী লীগের পৃথক সমাবেশের ঘোষণা নিয়ে রাজনীতিতে উত্তাপ চলছে। এর মধ্যে দুই দলের শীর্ষ নেতাদের বাক যুদ্ধে উদ্বেগ ছড়িয়ে পড়েছে সব খানে। এর মধ্যে জামায়াতের মহাসমাবেশের ঘোষণায় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিলো।

সভায় জামায়াতের নির্বাহী পরিষদ বলেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক দল হিসেবে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং কেয়ারটেকার সরকারের দাবি মেনে নিয়ে একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য বারবার আহ্বান জানিয়েছে। কিন্তু সরকার তা অগ্রাহ্য করে অব্যাহতভাবে গণগ্রেপ্তার চালিয়ে আসছে। এই পরিস্থিতিতে গোটা জাতি আজ এক দফার দাবিতে ঐক্যবদ্ধ। এই অবস্থায় সংসদ ভেঙে দিয়ে পদত্যাগ করে কেয়ারটেকার সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ আগামী ২৮ অক্টোবর রাজধানী ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে শান্তিপূর্ণ মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করছে। এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তি ও দেশবাসীকে সুশৃঙ্খলভাবে অংশগ্রহণ করার জন্য নির্বাহী পরিষদ আহ্বান জানানো হয়।

 

 

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা