আজ বুধবার বিকেল পর্যন্ত তাকে আদালতে হাজির করা হয়নি।কোনও থানায়ও হস্তান্তর করা হয়নি।
এ বিষয়ে সেলিমের স্ত্রী শামসুন্নাহার জানান, সেলিমকে মঙ্গলবার রাতে সাদা পোশাকধারী গোয়েন্দা পুলিশ শান্তিনগর থেকে তুলে নিয়ে যায়। আমার স্বামীকে এখন পর্যন্ত কোর্টে ওঠানো হয়নি। ডিবি অফিসে স্বামীর খোঁজ জানতে গেলে তাদের কাছেও কোনো সদুত্তর পাইনি। আমি আমার স্বামীর সন্ধান চাই।