আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি:জয়পুরহাটের আক্কেলপুরে দেশ মাতৃকার এবং বিশ্ব জননীর সকল জীবের শান্তি ও মঙ্গল কামনায় ১৬ প্রহর ব্যাপী শ্রী শ্রী রাধা-গোবিন্দের লীলা কীর্তন ও যজ্ঞানুষ্ঠান এবং ভোগ মহোৎসবের মাঙ্গলিক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার রাত ৮ টায় বিহারপুর (পারঘাটি) নবাবগঞ্জ ঘাট কেন্দ্রীয় দুর্গা মন্দির প্রাঙ্গণে দীনহীন সকল ভক্তবৃন্দ হরিবাসর কমিটির আয়োজনে ৮ম অধিবেশনে শ্রী কৃষ্ণ কুমার ছোটনার সভাপতিত্বে উদ্বোধক বিহারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী মলয় কুমার দাস মাঙ্গলিক প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে শুভ উদ্বোধন করেন।
উদ্বোধন অন্তে অনুষ্ঠানটি শুরু হয় তা আগামী ৪ঠা আগস্ট শুক্রবার কুঞ্জভঙ্গ কীর্তন অন্তে মধ্যাহ্নে শ্রীশ্রীমন্মহাপ্রভুর ভোগ মহোৎসবের মধ্যে দিয়ে মহানাম যজ্ঞানুষ্ঠানটির সমাপ্তি হবে।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু যুব পরিষদ আক্কেলপুর উপজেলা শাখার আহ্বায়ক চৈতন্য চ্যাটার্জী, হরিবাসর কমিটির সাধারণ সম্পাদক শ্রী মিঠু মহন্ত, কোষাধ্যক্ষ শ্রী নিতাই চ্যাটার্জী, সহ-কোষাধ্যক্ষ বিমান মহন্ত, ঋষি কুমার প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন শ্রী পাপ্পু কুমার মহন্ত।
মাঙ্গলিক উদ্বোধনী অনুষ্ঠানে সনাতন ধর্মালম্বী নর-নারীদের লীলা কীর্তন, আরতি, উলু ও শঙ্খের ধ্বনিতে মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠে। সরেজমিনে গিয়ে দেখা যায় শ্রী শ্রী রাধা-গোবিন্দের লীলা কীর্তন শ্রবণে শত শত ভক্তবৃন্দ আশে পাশের বিভিন্ন গ্রাম থেকে এসেছে।
উদ্বোধক শ্রী মলয় কুমার দাস বলেন, প্রতিবছরের ন্যায় এবছরও শ্রী শ্রী রাধা-গোবিন্দের লীলা কীর্তন ও ভোগ মহোৎসব অনুষ্ঠিত হচ্ছে। এসময় কীর্তন শ্রবণে আশে পাশের বিভিন্ন গ্রাম থেকে ভক্তবৃন্দ আসে। ঈশ্বরের কৃপায় গ্রামবাসীর সহযোগিতায় তা আগামী বছরগুলোতেও আরো সুন্দর ও সাফল্য মণ্ডিত আয়োজন হবে বলে আশা রাখি।