আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি।।জয়পুরহাটের আক্কেলপুরে যথাযথ মর্যাদায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি জন্মাষ্টমী পালিত হয়েছে।
আজ বুধবার সকাল ১০টায় “বাংলাদেশ হিন্দু যুব পরিষদ” আক্কেলপুর উপজেলা শাখার আয়োজনে পৌর শহরের বিহারপুর (নবাবগঞ্জ ঘাট) কেন্দ্রীয় শ্রী শ্রী দূর্গা মন্দির প্রাঙ্গণে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা শেষে বাংলাদেশ হিন্দু যুব পরিষদ আক্কেলপুর শাখার আহ্বায়ক চৈতন্য চ্যাটার্জী এর সভাপতিত্বে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, বিহারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার দাস, আক্কেলপুর কেন্দ্রীয় দূর্গা মন্দির কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) শিতল কুমার দাস, বাংলাদেশ হিন্দু যুব পরিষদ আক্কেলপুর শাখার উপদেষ্টা সুজিত চন্দ্র দাস, বিপুল চন্দ্র গোস্বামী, যুগ্ম-আহ্বায়ক দেব্রত মন্ডল (অমিত), তপন কুমার মহন্ত, সৎজিত প্রামানিক, সদস্য সচিব অভিত কুমার মন্ডল, যুগ্ম-সদস্য সচিব সৌরভ কুমার দাস, পৌর শাখার সদস্য সচিব সবুজ কুমার দাস, রুকিন্দীপুর ইউনিয়ন শাখার সভাপতি প্রহল্লাদ চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক রনজিৎ চন্দ্র মন্ডল সহ আক্কেলপুর উপজেলা, পৌর ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ ছাড়াও দিনটি পালনে পূজা, ভোগরাগ ও কীর্তন, অঞ্জলী প্রদান, প্রসাদ বিতরণ, প্রার্থনা, আলোচনা সভাসহ নানা আয়োজন করা হয়।