আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুরে ট্রেনের নিচে কাটা পড়ে বীর মুক্তিযোদ্ধা মোজাহার আলীর কন্যা মনি খাতুন (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
আজ শনিবার আক্কেলপুর স্টেশনের দক্ষিণ দিকে আউটার সিগনালের কাছে পৌর এলাকার হাস্তাবসন্তপুর গ্রামের মাঠে ২৭৫ নম্বর ব্রীজের উত্তরপাশে এই দূর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগ্রামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি আক্কেলপুর স্টেশানে পৌঁছার আগে রেল সিগনালের কাছে কালো রঙের ছালোয়ার কামিজ ও লাল রঙের ওড়না পরিহিত এক নারী রেলওয়ের ব্রীজ পার হচ্ছিলেন। এসময় ট্রেনের চালক ক্রমাগত হর্ন দিচ্ছিলেন। তখন ওই নারী দ্রুত ব্রীজ পার হওয়ার সাথেই পেছন থেকে ট্রেন এসে তাকে ধাক্কা দেয়। এতে ওই নারী ট্রেনের নিচে কাটা পড়ে দেহটি দ্বিখণ্ডিত হয়ে অর্ধেক অংশ রেল লাইনের উপর বাকি অর্ধেক অংশ নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
নিহত মনি খাতুনের ভাই পুলিশ কনস্টেবল সুমুন বাকচী বলেন, আমার বোন জন্মগত প্রতিবন্ধি। তার বিবাহ হয়েছিল দীর্ঘদিন আগে বিচ্ছেদ হয়েছে। সে মানসিক ভাবে অসুস্থ এবং বাবা-মার সঙ্গে থাকে। আমাদের বাড়ি আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়ের গনিপুর গ্রামে। আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। মনি সকালে নাস্তা করে বাড়ি থেকে বের হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে মনির লাশ দেখতে পাই।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বলেন, ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যুর বিষয়ে আমরা খবর পেয়েছি। ঘটনাস্থলে একজন পুলিশ অফিসার পাঠানো হয়েছে। আইনগত পক্রিয়ার মাধ্যমে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।