আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি।।জয়পুরহাটের আক্কেলপুরে ট্রেনের নিচে কাটা পড়ে এক অজ্ঞাত (৬০) ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ নভেম্বর) সোয়া পাঁচটায় আক্কেলপুর স্টেশনের দক্ষিণ দিকে ভদ্রকালী নামক স্থানে এই দূর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় গ্রামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনটি আক্কেলপুর স্টেশানে পৌঁছার আগে ট্রেনের নিচে কাটা পড়ে এক কৃষক ঘটনাস্থলেই মারা যায়।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বলেন, ট্রেনে কাটা পড়ে ব্যক্তির মৃত্যুর বিষয়ে আমরা খবর পেয়েছি। ঘটনাস্থলে একজন পুলিশ অফিসার পাঠানো হয়েছে।
সান্তাহার রেলওয়ে থানার এসআই আবুল বাসার ট্রেনে কাটা পড়ে ব্যক্তির মৃত্যুর বিষয়ে নিশ্চিত করে বলেন। অজ্ঞাত ব্যক্তি কৃষক তার কাছে একটা কাঁচি ছিল। ঘটনাস্থল হতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।