আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধিঃ “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের আক্কেলপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বণ্যাঢ র্যালী, পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির বাস্তবায়নে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় উপজেলা নিবাহী অফিসার তাহমিনা আক্তার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি আক্কেলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ, বিশেষ অতিথি পৌর মেয়র শহিদুল আলম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ মোকছেদ আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউল হক, আরো বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোশফিকুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কমকর্তা ডাঃ মো রাশেদুল ইসলাম, মৎস্য চাষি মোঃ আব্দুস গফুর, হাফিজুল ইসলাম, মোঃ হারুনুর রশিদ রাজা, আলাউদ্দিন আলী প্রমুখ।
আলোচনা সভা শেষে উপজেলার শ্রেষ্ঠ সফল মৎস্য চাষিদের পুরস্কার বিতরণ করা হয়।