1. admin@dailydigantor.com : admin :
আক্কেলপুরে এলপিজি গ্যাস পাম্পে আগুন: দগ্ধ সেই কর্মচারীর মৃত্যু – দৈনিক দিগন্তর
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ১০:৪৯ অপরাহ্ন
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ১০:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

আক্কেলপুরে এলপিজি গ্যাস পাম্পে আগুন: দগ্ধ সেই কর্মচারীর মৃত্যু

দৈনিক দিগন্তর ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩

 

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি।।জয়পুরহাটের আক্কেলপুরে ফিলিং স্টেশনের এলপিজি পাম্পের ভাল্বে লিকেজ বন্ধ করতে গিয়ে ছড়িয়ে পড়া গ্যাসে আগুন ধরে সাইফুল ইসলাম (৫০) নামে এক কর্মচারী অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। নিহত সাইফুল ইসলাম আক্কেলপুর পৌরসভার হাজিপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।

জানা যায়, গত মঙ্গলবার রাত সোয়া দশটার দিকে এলপিজি পাম্পের ভাল্ব লিকেজ হলে কর্মচারী সাইফুল ইসলাম ভাল্বের লিকেজ বন্ধ করতে যায় এবং কিছুক্ষণের মধ্যেই বিকট শব্দ হলে সাথে সাথে সেখানে আগুন লেগে সে মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়। স্থানীয়রা জরুরী পরিসেবা ৯৯৯ এ ফোন করলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং সাইফুলকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক দ্রুত তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন পরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে তার মৃত্যু হয়।

আক্কেলপুর ফিলিং স্টেশনের মালিক আলহাজ্ব মোঃ বজলুর রশিদ কবিরাজ সাইফুলের মৃত্যুর বিষয়টি নিশ্চেত করে বলেন, সেদিনের দূর্ঘটনায় সাইফুল মারাত্মকভাবে দগ্ধ হয়। তার শরীরের বেশির ভাগ অংশ পুড়ে যায়। সেই রাতে স্থানীয়দের সহযোগীতায় তাকে আক্কেলপুর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওযায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা