1. admin@dailydigantor.com : admin :
আক্কেলপুরে ইউএনওর নম্বর ক্লোন করে টাকা দাবি – দৈনিক দিগন্তর
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ১০:২২ অপরাহ্ন
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ১০:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

আক্কেলপুরে ইউএনওর নম্বর ক্লোন করে টাকা দাবি

দৈনিক দিগন্তর ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩

 

আক্কেলপুর, জয়পুরহাট, প্রতিনিধি।।জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুরুল আলমের সরকারি মোবাইল নম্বর ক্লোন করে ব্যবসায়ীদের কাছে টাকা দাবি করছে একটি চক্র।

মঙ্গলবার (৩ অক্টোবর) সন্ধ্যায় এ বিষয়ে ‘উপজেলা নির্বাহী অফিসার আক্কেলপুর’ নামক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডিতে জনসাধারণকে সচেতন করতে একটি পোস্ট করা হয়।

পোস্টে লেখা আছে, ‘উপজেলা নির্বাহী অফিসার, আক্কেলপুর এর অফিসিয়াল মোবাইল নম্বর ক্লোন করে অজ্ঞাত ব্যক্তি আক্কেলপুরের বিভিন্ন ব্যাবসায়ীদের কাছে পাইকারি দামে আলু বিক্রি করবে মর্মে টাকা দাবি করছে। আপনাদের সকলকে সাবধানতা অবলম্বন করার পাশাপাশি এসব চক্র থেকে দূরে থাকার জন্য অনুরোধ করা হলো।এছাড়া কেউ এ ধরনের জালিয়াতি চক্রের সন্ধান পেলে তাৎক্ষণিক উপজেলা প্রশাসনকে অবহিত করার জন্য অনুরোধ করছি সবাই কে ধন্যবাদ’

জানা যায়, মঙ্গলবার আক্কেলপুর কলেজ বাজার বণিক সমিতির সভাপতি কাজী শফি উদ্দীনকে ইউএনওÕর অফিসিয়াল নম্বর ক্লোন করে ইউএনও পরিচয়ে টাকা দাবি করে প্রতারক চক্র।
কাজী শফি উদ্দীন বলেন, বিকাল ৪.৪২ মিনিটের সময় উপজেলা নির্বাহী অফিসারের সরকারি অফিসিয়াল নম্বর থেকে একটি কল আসে। অপর প্রান্ত থেকে বলা হয় আমি ইউএনও বলছি, আমার কাছে ২০ টন হাইব্রিড এবং ১৫ টন স্বর্ণ-পাঁচ চাল আছে আপনার কাছে বিক্রয় করব। আপনি কত টাকা কেজি হিসেবে চাল নিবেন তখন আমি রেট শুনে ফোনে বলি ৩৭ টাকা কেজি। এরপর তিনি অন্য একটি ০১৯৮১-৭৫২৮২৫ নম্বর থেকে কল করে বলেন ৩৭ টাকা কেজিই হিসাবে টাকা দেওয়া হবে। আমার নিজস্ব এই নম্বরে বিকাশ করে কিছু টাকা এখুনি পাঠান। বাকি টাকা রবিবারে পাঠালেও হবে।

বিষয়টি নিয়ে সন্দেহ হলে ইউএনও কার্যালয়ে ফোন দিলে বলা হয় স্যার তো এখন বাহিরে রয়েছেন। তখন আমি চাল ক্রয়ের বিষয়টি অফিসে বলি, অফিস থেকে বলা হয় । দূঃখজনক ঘটনা। নির্বাহী অফিসার কোন ফোন করেননি। পরে আক্কেলপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন আমাকে ফোন করে বলেন এটা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের কাজ। পরে ওই নম্বরে ফোন করে পরিচয় জানতে চাইলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেয় প্রতারকরা।

অপর দিকে, আক্কেলপুর পুরাতন বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী জহুরুল ইসলামকেও মোবাইল ফোনে আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসারের সরকারি অফিসিয়াল নম্বর থেকে একটি কল আসে। অপর প্রান্ত থেকে ইউএনও পরিচয় দিয়ে তাকে বলা হয়, ৩৫ টন চাল আপনার কাছে বিক্রি করতে চাই।

তখন জহুরুল ইসলাম বলেন, আমি তো চাল ক্রয়-বিক্রয়ের ব্যবসা করিনা স্যার। সোনামুখীর চাতাল ব্যবসায়ী বিদ্যুৎ ভাইয়ের ছেলে তন্ময় চাল কেনা বেচা করেন, তার নম্বর নেন। পরে ওই নম্বর থেকেই তন্ময়ের সাথে কথা বলে দর দাম ঠিক করে ১ লক্ষ টাকা ০১৯৫৪-৬৮২৩৩৪ নম্বরে বিকাশ অথবা নগদে পাঠাতে বলে। পরে বিষয়টি নিয়ে তাদের সন্দেহ হলে তন্ময় এবং জহুরুল ইসলাম একত্রে ওই নম্বরে ফোন করে বলেন, আমরা ১ লক্ষ টাকা নিয়ে ইউএনও অফিসে যাচ্ছি, (প্রতারক চক্র) অপর প্রান্ত থেকে জানায় ডিসি অফিসে অবস্থান করছি। পরবর্তীতে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলমকে অবগত করানো হয়।

ফেসবুক পোস্টের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার মো. মনজুরুল আলম বলেন, ‘একটি ব্যক্তিগত নম্বর থেকে আমার সরকারি নম্বরে কল করে বাণিজ্য মন্ত্রণালয়ের একজন উপ-সচিবের পরিচয় দেওয়া হয়েছিল। একটি তথ্যও নিয়েছিল। পরে ওই নম্বর বন্ধ পাওয়া যায় এবং নম্বরটি উপ-সচিব স্যারের নয়। এরপর আমার সরকারি নম্বর ক্লোন করে বিভিন্ন ব্যবসায়ীকে ফোন করে টাকা চাওয়া হয়েছে।এ বিষয়ে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।কোন চক্র যাতে প্রতারণা না করতে পারে, সে ব্যপারে সবাইকে কঠোরভাবে বার্তা দেওয়া হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উপজেলাবাসীকে সচেতন করে পোষ্ট করা হয়। তিনি বলেন এখন পর্যন্ত প্রতারক বা প্রতারক চক্রের কোন পরিচয় পাওয়া যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা