1. admin@dailydigantor.com : admin :
অসুস্থ বিএনপি নেতাকে দেখতে এসে আটক ৯, নাশকতার মামলা দায়ের – দৈনিক দিগন্তর
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৯:২০ অপরাহ্ন
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

অসুস্থ বিএনপি নেতাকে দেখতে এসে আটক ৯, নাশকতার মামলা দায়ের

দৈনিক দিগন্তর ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২ অক্টোবর, ২০২৩

 

মীর ফারুক যশোর(শার্শা) প্রতিনিধি।।যশোর শার্শা উপজেলা বিএনপির সিনিয়ার যুগ্ন সম্পাদক আবুল হাসান জহির সড়ক দূর্ঘটনায় আহত হয়ে নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় তাকে দেখতে আসা ৯ জন নেতাকর্মিকে তুলে নিয়ে যায় শার্শা থানা পুলিশ।পরে তাদের সবাইকে আটক দেখিয়ে ২৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত-৪৫ জনের নামে একটি নাশকতার মামলা দায়ের করেছে পুলিশ।

গত ০১ অক্টোবর রবিবার সন্ধ‍্যা ৮ ঘটিকার সময় বিএনপির নেতা হাসান জহিরের নিজ বাসভবনে থেকে তাদের আটক করে পুলিশ।

আটককৃতরা হলো ওলিয়ার রহমান গোকর্ণ গ্রামের ওলিয়ার রহমান, নাইকেলবাড়িয়া গ্রামের নাসির উদ্দিন, ছোট নিজামপুর গ্রামের আব্দুর রউফ মন্টু, দক্ষিণ বুরুজ বাগান গ্রামের আব্দুল ওয়াহেদ, সিরাজুল ইসলাম, হাফিজুর রহমান হাফি, তরিকুল ইসলাম উত্তর বুরুজ বাগান গ্রামের সন্নত আলী ফরেষ্টপাড়ার রাসেল ইসলাম মামলায় অন‍্য আসামীরা হলো দক্ষিণ বুরুজ গ্রামের আবুল হাসান জহির ও ওয়াছি উদ্দিন শ‍্যামলাগাছী গ্রামের আশরাফুল আলম বাবু ও পিন্টু রহমান কাজিরবের গ্রামের ইসমাইল হোসেন শান্তি মাটিপুকুর গ্রামের সবুজ হোসেন খান বাগঁআচড়ার আব্দুল কুদ্দুস বিশ্বাস অগ্রভুলোট গ্রামের বাবলু হোসেন স্বরুপদাদ গ্রামের উসমান আলী লাউতারা গ‍্রামের আব্দুল হামীদ রামপুর গ্রামের আমিনুর রহমান নেদা রাড়িপুকুর গ্রামের জুয়েল হোসেন রুদ্রপুর গ্রামের মতিয়র রহমান কায়বার তাজ উদ্দিন ও মশিয়ার রহমান বেনাপোল এর মোস্তাফিজ্জোহা সেলিম হাবিবুর রহমান।

বিএনপির নেতা হাসান জহির বলেন গত ২৯ সেপ্টেম্বর আমি নামাজ পরে বাসায় আসার সময় মটর সাইকেল দূর্ঘটনায় আমি গুরুতরভাবে আহতে হয়।হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় অবস্থান করি। দূর্ঘটনায় খবর পেয়ে বিভিন্ন ইউনিয়ের নেতাকর্মিরা আমাকে দেখতে বাসায় আসছিল। কিন্ত গতকাল সন্ধ‍্যার সময় হঠাৎ শার্শা থানা পুলিশের এসআই সলিমুল্লাহ নেতৃত্বে কয়েক জন পুলিশ এসে ৯ জনকে তুলে নিয়ে যায় পরে তাদের নামে নাশকতার অভিযোগে মামলা দায়ের করেন।

শার্শা থানা অফিসার ইনর্চাজ আকিকুল ইসলাম এই বিয়যে কোন কথা বলতে নারাজ। তিনি বলেন আমি এই বিয়যে এখন কিছু বলবো না আপনি এখন চলে যান
আটক ৯ জনকে কথিত নাশকতার মামলা দিয়ে দুপুরের পর যশোর কোর্ট প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা